তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, মৃতের সংখ্যা ৭,৮০০ ছাড়াল

০৮ ফেব্রুয়ারী ২০২৩

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে। ধসে পড়া ভবনের নিচ থেকে এখনও লাশ উদ্ধার করা হচ্ছে। জীবীতও আটকা পড়েছেন অনেকে। প্রচণ্ড ঠাণ্ডারও জীবন বাজি নিয়ে উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

 

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তুপ খুড়তেই মিলছে মরদেহ। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছিল আমেরিকার একটি সংস্থা। বিশ্ব সাস্থ্য সংস্থাও জানিয়েছে একই কথা। জাতিসংঘের একজন কর্মকর্তা জানিয়েছেন ভয়াবহ এই ভূমিকম্পে কয়েক হাজার শিশু মারা যেতে পারে। খবর রয়টার্সের। 

 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান দেশের ১০টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটিতে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

 

দক্ষিণ তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ফেব্রুয়ারি) ভোররাতে প্রথমে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর ঘণ্টাখানেক পর ৭.৬ মাত্রার আরো একটি ভূমিকম্প তুরস্ক ও উত্তর সিরিয়ায় আঘাত হানে। এতে স্কুল, হাসপাতাল, এপার্টমেন্টসহ কয়েক হাজার ভবন ভেঙে পড়ে। এ পর্যন্ত এ দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। আর বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ।

 

অপরদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ারও একই অবস্থা। ১২ বছরের গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় ভূমকম্পের কারণে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। উদ্বেগ প্রকাশ করেছেন সাহায্য সংস্থাগুলোর কর্মকর্তারাও।


মন্তব্য
জেলার খবর