তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে দেশ দু’টি। এখনও পর্যন্ত প্রায় ৮ হাজার লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসংখ্য ঘর বাড়ি ভেঙে পড়েছে। প্রবল ঠাণ্ডার মধ্যে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বৈরি আবহাওয়ার মধ্যে চলমান রয়েছে উদ্ধার কাজ। তুরস্কের পাশে দাঁড়াতে ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল তুরস্কে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত সম্মিলিত সাহায্যকারী দলের সাথে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের এ উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়েছে।
সোমবার ভোরে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর ঘন্টা খানেকের মধ্যে প্রায় একই মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটি দু’টিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দেশটিতে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ১২ সদস্যের এ উদ্ধারকারী দল প্রস্তুত করেছেন।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা যাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের (আইএনএসএআরএজি) স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন।’
অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, ‘বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির এটি একটি উজ্জ্বল উদাহরণ। এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য একটি অভাবনীয় স্বীকৃতি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিটি সদস্য এজন্য গর্বিত। আমি বিশ্বাস করি, ফায়ার সার্ভিসের সকল সদস্য নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেবেন।’