শিক্ষার হার আরও বৃদ্ধি পাক: প্রধানমন্ত্রী

০৮ ফেব্রুয়ারী ২০২৩

কয়েক বছরে দেশে শিক্ষার হার যথেষ্ট উন্নতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা চাই আমাদের শিক্ষার হার আরও বৃদ্ধি পাক। বর্তমানে শিক্ষার হার ৭৫ দশমিক ২ শতাংশে উন্নীত করতে পেরেছি। এটা আরও বাড়ানো দরকার।

বুধবার (৮ফেব্রুয়ারি) উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাড়িয়ে গিয়েছিলাম (১৯৯৬-২০০১ সাল পর্যন্ত) ৬৫ দশমিক ৫ শতাংশ, বিএনপি-জামায়াত জোট (ক্ষমতায়) এসে সেটাকে কমিয়ে ৪৫ ভাগের নিচে নামিয়ে এনেছিল। সেখান থেকে ৭৫ দশমিক ২ শতাংশ, যথেষ্ট অগ্রগতি হয়েছে।

প্রকাশিত ফলাফলে পাসের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা প্রায় আড়াই  শতাংশ বেশি হওয়ায় ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে বেশি নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান। বলেন, শুধুমাত্র বিএ/এমএ পাস করলেই হবে না। কোনো একটি বিষয়ে তাদের একটি বিশেষজ্ঞ জ্ঞান নিতে হবে। তাহলে কর্মক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ট্রেনিংয়ের জন্য সরকার অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বিশেষ করে ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল সেন্টার করে দিয়েছে। তিনি বলেন, এতে একটা পরীক্ষা দিয়ে আরেকটা পড়াশোনার মাঝামাঝি সময়ে আইসিটি বিষয়ে আরও ট্রেনিং নিতে পারে শিক্ষার্থীরা। সময়টা নষ্ট না করে এভাবে ট্রেনিংটা নিতে পারলে অনেক কর্মক্ষেত্র প্রসারিত হবে এবং দক্ষতা অর্জন করতে পারবে শিক্ষার্থীরা- যোগ করেন শেখ হাসিনা।

 

এমকে


মন্তব্য
জেলার খবর