ত্রুটিপূর্ণ ইভিএম ৪০ হাজার

০৯ ফেব্রুয়ারী ২০২৩

নির্বাচন কমিশনের কাছে (ইসি) মজুত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মধ্যে যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ৪০ হাজারটি মেশিন ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। এসব ইভিএম মেরামতের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ইভিএম প্রকল্পের পরিচালক (পিডি) কর্নেল সৈয়দ রাকিবুল হাসান। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইভিএম নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পিডি রাকিবুল হাসান। বিভিন্ন সময় ভোটের পর যথাযথ সংরক্ষণ ব্যবস্থাপনার অভাবে এ ইভিএমগুলো ত্রুটিপূর্ণ  (অকেজো)  হয়ে গেছে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

রাকিবুল হাসান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য ১ লাখ ১০ হাজার ইভিএম প্রস্তুত রাখা আছে। অর্থ সংকটে নতুন ইভিএম ক্রয় সংক্রান্ত প্রকল্প অনুমোদন হয়নি। ফলে মজুত থাকা ইভিএমের ওপরই নির্ভর করতে হচ্ছে ইসিকে।  ভোটের জন্য সচল ইভিএমের মধ্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে মজুত রয়েছে ৭০ হাজারটি। আর অন্যান্য গোডাউনে আছে ৪০ হাজারটি, বলেন পিডি রাকিবুল হাসান।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০১৮ সালে দেড় লাখ ইভিএম কিনেছিল ইসি। এতে সরকারের ব্যয় হয় ৩ হাজার ৮২৫ কোটি টাকা। ইতোমধ্যে সংসদীয় উপ-নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে অনেক জেলায় ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করা হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর