যেতে হবে আরও অনেক দূর: প্রধানমন্ত্রী

১৬ জানুয়ারী ২০২২

দেশের মানুষের মাথাপিছু আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তার সরকারের গৃহীত পদক্ষেপের ফলে এগিয়ে যাচ্ছে দেশ। যেতে হবে আরও অনেক দূর। এ অগ্রযাত্রা কেউ ভবিষ্যতে থামাতে পারবে নারোববার (১৬ জানুয়ারি) রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন অনেক সচ্ছল হওয়ার সুযোগ পাচ্ছে। দেশ ও দেশের মানুষকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন— ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বেন, সেটিই গড়তে চায় তার সরকার।

শেখ হাসিনা জানান, সরকার গঠনের পর নির্বাচনি ইশতেহার অনুযায়ী সব উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করেছে তাঁরা। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। ২০১০ থেকে ২০২০ প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। এখন লক্ষ্য- ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা।

এমকে


মন্তব্য
জেলার খবর