মা হতে যাচ্ছেন কিশোরকে ধর্ষণকারী তরুণী

০৭ মার্চ ২০২১

২০২০ সালের সেপ্টেম্বরে ১৪ বছরের কিশোরকে 'ধর্ষণের' অভিযোগে আটক হয়েছেন ২৩ বছরের এক তরুণী। এ ঘটনার জেরে  ব্রিটনি গ্রে নামের ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়েছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসের প্যারাগোল্ডে।

ব্রিটনি গ্রের গর্ভে ওই কিশোরের সন্তান। ওই তরুণী যখন হাসপাতালে যান মেডিক্যাল টেস্টের জন্য তখন কিশোরকে সঙ্গে নিয়ে যান। ওই হাসপাতালেই নিশ্চিত হন ওই তরুণী অন্তঃসত্ত্বা।

মেট্রো


মন্তব্য
জেলার খবর