বাজারের খাস জমি দখলে দণ্ড এক বছরের জেল

০৯ ফেব্রুয়ারী ২০২৩

দেশে হাট ও বাজারের খাস জমি অবৈধভাবে দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ করলে সংশ্লিষ্টজনকে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে। খাটতে হবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড হিসেবে গুনতে হবে অনধিক পাঁচ লাখ টাকা। এমনকি উভয় দণ্ডের মুখোমুখি হতে হবে। এমন  বিধান থাকা ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ নামের একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সংসদের চলমান অধিবেশনে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে  সেটা পাস হয়েছে।

এ আইনে অর্থদণ্ডের আদেশ দেওয়ার ক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি হাট ও বাজারের খাস জমি অবৈধভাবে দখলে রাখলে বা খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করলে নির্মিত স্থাপনা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিরোধী দলের সদস্যরা বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলেও কণ্ঠভোটে সে প্রস্তাবগুলো নাকচ হয়। এরপর সংশোধনী প্রস্তুাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার।

 

এমকে


মন্তব্য
জেলার খবর