চলতি বছরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ কর্মসূচি ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ।
কর্মসূচির মধ্যেে উল্লেখযোগ্য — দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। ভাষা শহীদদের স্মরণে সব শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিট পুষ্পস্তবক অর্পণ করা। এ ছাড়া জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি নেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে একুশের অনুষ্ঠানমালায় সম্পৃক্ত করা। দেশের সব উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় প্রার্থনার আয়োজন করা। সব কর্মসূচিতে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি যথাযথা অনুসরণ করা। এছাড়া একুশের বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার এবং ভাষা শহীদদের সঠিক নাম উচ্চারণ, শহীদ দিবসের ভাবগাম্ভীর্য রক্ষা, শহীদ মিনারের মর্যাদা সমুন্নত রাখা, সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ইত্যাদি জনসচেতনতামূলক বিষয়ে সরকারি ও বেসরকারি গণমাধ্যমে প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা নেওয়া। সংবাদপত্রগুলোয় ক্রোড়পত্র প্রকাশের ক্ষেত্রে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করা।
এমকে