প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন- দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার যে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, তার সুফল পাচ্ছেন দেশের মানুষ। সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মাথাপিছু আয়ের পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। কোভিডের মধ্যেও প্রবৃদ্ধি সাত ভাগে উন্নীত করতে পেরেছে সরকার। আজকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত- বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ সব কথা বলেন।
তার সরকারের সফলতা তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, দুর্নীতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। সফলও হয়েছে সরকার। আর্থসামাজিক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ করতে সক্ষম হয়েছে। স্বাস্থ্যসুরক্ষা জনগণকে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এখন মানুষ ইচ্ছা করলে চাকরির পেছনে না ছুটে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। দেশে কেবল গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই, সাফল্যগুলো সম্ভব হয়েছে- যোগ করেন প্রধানমন্ত্রী।
গত ১৪ বছর ধারাবাহিকভাবে সরকার চলেছে বলেই উন্নয়ন আজকে দৃশ্যমান হয়েছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শান্তি ফিরে এসেছে। আজকে গণতন্ত্র আছে বলে মানুষের কাছে উন্নতিটা দৃশ্যমান হয়েছে। গণতান্ত্রিক ধারা ও নির্বাচিত সরকার আছে বলেই এ পরিবর্তনটা সম্ভব হয়েছে, বলেন সংসদ নেতা।
একটি গোষ্ঠী দেশে আবারও অনির্বাচিত সরকার চাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা অনির্বাচিত সরকার চায়, তারা হালেও পানি পাবে না। এটা আর জীবনে হবে না। ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকলে নির্বাচনে আসতে হবে। জনগণ যাকে মেনে নেবে, সেই ক্ষমতায় যাবে। এখানে আওয়ামী লীগ কোনো দিন হস্তক্ষেপ করেও না, করবেও না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার আসবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি- অনির্বাচিত সরকারের সময় ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন ধ্বংস। ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত। খাদ্য উৎপাদন ব্যাহত। সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে থেকেছে। কাজেই যারা অনির্বাচিত সরকার চায়, তাদের সম্পর্কে দেশবাসীকে সাবধান থাকতে হবে। সজাগ থাকতে হবে।
এমকে