এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ৪

১০ ফেব্রুয়ারী ২০২৩

তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের রেশ না কাটতেই কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এতে চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পাপুয়া প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে।

 

স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে  জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

 

মাঝারি এ ভূমিকম্পের কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। এর ভেতরে আটকা পড়া চার নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর ডেইলি মেইলের।

 


মন্তব্য
জেলার খবর