মন্তব্য
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। ভয়াবহ ভূমিকম্পে ধেম দু’টিতে এ পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ১৬ হাজার ১৭০ এবং সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন।
ভয়াবহ এ ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে অংশ নিয়েছেন হাজার হাজার উদ্ধারকর্মী। তবে, বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মকর্তাদের ধারণা, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ২ কোটি ৩০ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়তে পারে।