আগামী ডিসেম্বর মাসেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া কোনোভাবেই সরকার পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ শুরু থেকেই বিএনপির সঙ্গে কম্পিটিশন চেয়েছে, কনফ্রন্টেশন চায়নি। আগামী নির্বাচনে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সরকার হটানোর জন্য ষড়যন্ত্রের পথে হাঁটছে বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এমকে