চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনা থেকে প্রকাশিত দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী চাটমোহরে উদযাপিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় এক রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়, আয়োজন করেন দৈনিকটির চাটমোহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক আমাদের বড়াল-এর সম্পাদক ও প্রকাশক হেলালুর রহমান জুয়েল। বক্তব্য দেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর থেকে প্রকাশিত আরেক দৈনিক চলনবিল-এর সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি এম এ জিন্নাহ, উপজেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সমকালের চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রন্জু, দৈনিক যুগান্তরের প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক গনকন্ঠের প্রতিনিধি কায়সার আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে কেক কাটেন অতিথিরা।
এমকে