তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মতের সংখ্যা বেড়েই চলেছে। দেশ দু'টি যেন মৃত্যু পূরীতে পরিণত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ২৩ হাজার ৭০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া-তুরস্ক। রিখটার স্কেলে এর মাত্রা ছিল যথাক্রমে ৭.৮ ও ৭.৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা মৃতের সংখ্যা ১০ হাজর ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছিল। কিন্তু সেসংখ্যা পেরিয়ছে অনেক আগেই।
ভূমিকম্পে ৭৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। যারা বেঁচে গেছেন, তাদের জন্য ঘরের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা এখন তিন হাজার ৩৭৭ জনে দাঁড়িয়েছে। বাকী মৃত সবাই তুরস্কের।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বস্থ্য সংস্থা। এদিকে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, 'যতদ্রুত সম্ভব উদ্ধার কাজ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতো বড় দুর্যোগে আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেয়া সম্ভব না। তাই আশানুরূপ সেবা দিতে পারছি না।'