অস্ত্র উঁচানো গুণ্ডা বিএনপির ভাড়াটিয়া সন্ত্রাসী, অস্ত্রসহ-ই গ্রেফতার

১২ ফেব্রুয়ারী ২০২৩

আওয়ামী লীগের শান্তি সমাবেশে সশস্ত্র হামলার ঘটনায় জাহিদুর রহমান ওরফে উত্তরের জাহিদ (৩০) নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, বিএনপি কর্মী জাহিদ একজন ভাড়াটিয়া সন্ত্রাসী, তার নামে একাধিক মামলা রয়েছে। ছবিতে দেখতে পাওয়া অস্ত্র উঁচানো গুণ্ডাটিই সে।

জাহিদ ময়মনসিংহ জেলার পাগলা থানার সাদুয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। গ্রেফতারের আগে গাজীপুরের শ্রীপুরে বরমী এলাকায় জনৈক শাসসুদ্দিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা চালানো ছাড়াও বিএনপির পদযাত্রা কর্মসূচিতেও প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মহড়া দেয় জাহিদ। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১১ ফেব্রুয়ারি সকালে গাজীপুরে শ্রীপুরের বরমী ইউনিয়নের বরমী বাজারের জনতার মোড়ে এ পদযাত্রা হয়। এদিকে জাহিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা হয়েছে। তার সহযোগিদের গ্রেফতারে তাকে নিয়ে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর