দ্বিতীয় প্রার্থী নেই, সাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি

১২ ফেব্রুয়ারী ২০২৩

দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিন চুপ্পু। নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন রোববার (১২ ফেব্রুয়ারি) একমাত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করা হয়। জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে তাকে দলীয় মনোনয়ন দিয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেন।

চপ্পু এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও জেলা দায়রা জজ ছিলেন। এদিকে তার রাষ্ট্রপতি হওয়ার খবরে চপ্পুর নিজের জেলা পাবনায় ‘ঈদের আনন্দ’ বইছে।

মো. সাহাবুদ্দিন চপ্পু বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সাবেক এ বিচারক ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে সন্তানের পিতা এবং তার স্ত্রী প্রফেসর ড. রেবেকা সুলতানা যুগ্ম সচিব ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর