মন্তব্য
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেন, অবশ্যই সহিংসতা, উগ্রপন্থা, সংঘাত ও অসহিষ্ণুতার অবসান ঘটাতে হবে। গেল কয়েক দশক ধরে একটা ভয়ংকর সময় পার করেছে ইরাক। সন্ত্রাস, উগ্রবাদ শান্তি নষ্টের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, ভিন্ন মত ও সংস্কৃতি ধ্বংস করে দেয়। আমাদের সবাইকে সম্প্রীতি আর ভালোবাসা নিয়ে বাঁচতে হবে।
শুক্রবার বিকালে ইরাকে ক্যাথলিক খ্রিস্টানদের একটি গির্জায় প্রার্থনায় অংশ নিয়ে এসব কথা বলেন।
২০১৩ সালে পোপ হিসেবে অভিষিক্ত হওয়ার পর এটিই তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সফর। এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা বাগদাদ। মোতায়েন করা হয় সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য। কোভিড-১৯-এর বিস্তার রোধে ২৪ ঘণ্টার জন্য জারি করা হয় কারফিউ।