দেশে থ্রি-হুইলার উৎপাদন শুরু

১১ ফেব্রুয়ারী ২০২৩

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের এলপিজি এবং সিএনজিচালিত থ্রি-হুইলার উৎপাদন শুরু হয়েছে ময়মনসিংহের ভালুকায়। ভারতের বাজাজ অটো প্রযুক্তির সহায়তায় এ উৎপাদন কার্যক্রম শুরু করছে  রানার অটোমোবাইলস পিএলসি।  শনিবার (১১ ফেব্রুয়ারি) ভালুকায় রানারের কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

অনুষ্ঠানে রানারের পক্ষ থেকে জানানো হয়, বাজাজ অটোর প্রযুক্তিগত সহযোগিতায় ইঞ্জিনের কিছু উপাদান ছাড়াও ওয়েল্ডিং, চ্যাসিস, বডি ও কোয়ালিটি কন্ট্রোলসহ বেশিরভাগ যন্ত্রাংশ তাদের এ কারখানায় তৈরি হবে। এখানে উৎপাদিত থ্রি-হুইলারে ডিজিটাল মিটার থাকবে, টেম্পারিং করা যাবে না। এতে অ্যাপস সংযুক্ত থাকবে। কোথা থেকে চলা শুরু, কোথায় থামলো সব যুক্ত থাকবে এ অ্যাপে।  ১০ একর জমিতে গড়ে তোলা তাদের এ কারখানায়  বছরে ৩০ হাজার পিছ থ্রি-হুইলার উৎপাদন করা সম্ভব বলেও জানায় রানার।

 

এমকে


মন্তব্য
জেলার খবর