ভালো ফলন ও উৎপাদনশীলতার জন্য মানসম্পন্ন বীজ অপরিহার্য উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বীজের মানের বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সীড কংগ্রেস উদ্বোধনের অনুষ্ঠানে এ কথা বলেন। মানসম্পন্ন বীজ নিশ্চিতের বিষয়টি কঠোরভাবে মনিটরিং করতে কৃষি বিভাগের কর্মকর্তাদেরকে নির্দেশ দেন এ সময় কৃষিমন্ত্রী।
ফসলের আমদানি করা বীজ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, এসব দেশের জন্য কতটুকু উপযোগী, কোনো রোগব্যাধি, নতুন পোকা বা জীবাণু আছে কিনা, কৃষককে ক্ষতিগ্রস্ত করবে কিনা- এ সব বিষয় শক্তভাবে খতিয়ে দেখতে হবে। কৃষিমন্ত্রী তার বক্তব্যে বীজ কোম্পানিগুলোকে সততার সঙ্গে কাজ করার আহবান জানান। বলেন, বীজের মানের বিষয়ে কৃষকের শতভাগ আস্থা অর্জন করতে হবে। কেননা নিম্নমানের বীজের বিষয়ে এখনো অনেক অভিযোগ আসে, চারা অর্ধেক না গজানোর খবর পাওয়া যায়। অনেক সময় কৃষক নিম্নমানের বীজ কিনে প্রতারিত হন। এতে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনই ব্যাহত হচ্ছে উৎপাদন।
কৃষি খাতে সরকারের নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী সারের দাম চারগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকার দেশে সারের দাম বাড়ায়নি। বরং আগের চেয়ে চারগুণের বেশি ভর্তুকি দিয়ে যাচ্ছে। বাড়ায়নি বীজের দামও। কৃষি খাতে চলমান ভর্তুকি বন্ধ করা হবে না, অব্যাহত থাকবে। শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার সার, বীজসহ কৃষি উপকরণে সুশাসন প্রতিষ্ঠা করেছে- যোগ করেন মন্ত্রী আব্দুর রাজ্জাক।
এমকে