শিক্ষিত বেকারদের জন্য সুখবর নিয়ে এসেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘বিপিও ট্রেইনি’ ১৫০ জন জনবল নিয়োগ দেবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১০ মার্চ, ২০২৩।
আবেন করতে যে যোগ্যতা লাগবে:
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটারে সাধারণ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২১ থেকে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা প্রয়োজনীয় সকল কাজগপত্র সঙ্গে নিয়ে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) নিম্নোক্ত ঠিকানায় সকাল ১১:৩০ মিনিটে উপস্থিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
ঠিকানা: সফুরা ট্রেড সেন্টার, ৫ম তলা, মিরপুর-১২, ঢাকা।
সূত্র: বিডি জবস