মন্তব্য
দাঁড়ি-কমা মানছে না তুরস্ক-সিরিয়ার মৃতের সংখ্যা। প্রেতিনিয়ত বাড়ছে এ সংখ্যা। মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। দেশটিতে এ পর্যন্ত ২৫ হাজার ৪০১ জন মারা গেছেন। খবর আল-জাজিরার।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান বলেছেন, তার দেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২১,৮৪৮। অন্যদিকে সিরিয়ায় এ সংখ্যা ৩,৫৫৩ জন।
গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ২টি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল যথাক্রমে ৭.৮ ও ৭.৬।
শক্তিশালী এ ভূমিকম্প দেশ দুটিকে লণ্ড-ভণ্ড করে দিয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে মানুষ। একদিকে ভূমিকম্পে সর্বস্ব শেষ, অপর দিকে প্রচণ্ড শীত-তুষার পাত। খাদ্য-পানিসহ সব কিছুর সঙ্কট দেখা দিয়েছে।