১০০ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকা, করছিলেন কুরআন তেলোওয়াত

১২ ফেব্রুয়ারী ২০২৩

নাম ওসমান ফিরাত। বয়স ৪৭। তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন তিনি। ১০০ ঘন্টারও বেশি সময় আটকে ছিলেন। কিন্তু চেতনা হারাননি ওসমান। তিনি আল্লাহর প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রকাশ করে তখনও তেলাওয়াত করে যাচ্ছিলেন পবিত্র কুরআন।

 

যখন উদ্ধারকারীরা আসলেন, তিনি বুঝতে পারেন। উদ্ধারকারীরা তার কাছাকাছি উপস্থিত হতেই তিনি তেলাওয়াত করেন সুরা আল বাকারার শেষ দুটি আয়াত।

 

দীর্ঘ সময় পরে সূর্য্যরশ্মি যাতে তার চোখে পড়ে কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য উদ্ধারকারীদের কেউ একজন তার চোখ ঢেকে রাখেন হাত দিয়ে। অন্য কেউ তাকে তেলাওয়াতে সহায়তা করছিলেন। এমনই একটি দৃশ্যের ভিডিও ধারণ করা হয়। এরপর ছড়িয়ে দেওয়া হয় ভিডিওটি সামাজিক মাধ্যমে। ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে।

 

আল-জাজিরা/আরআই


মন্তব্য
জেলার খবর