সবার সম্মিলিত প্রচেষ্টায় উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

১২ ফেব্রুয়ারী ২০২৩

সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তোলোর আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আমরা তথ্যপ্রযুক্তি বিস্তৃত করার পদক্ষেপ নিয়েছি। এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।  রোববার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ দেশ আর পিছনে ফিরে তাকাবে না। এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি বলেন,  আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। শেখ হাসিনা তার বক্তব্যে দেশের উন্নয়নে নেওয়া তার সরকারের নানা পদক্ষেপ বাস্তবায়নের কথা তুলে ধরেন। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাস প্রতিরোধের পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আনসার বাহিনীর যথেষ্ট ভূমিকা পালন করার কথা উল্লেখ করেন। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বড় ভূমিকা ছিল- যোগ করেন প্রধানমন্ত্রী।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর