ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

১২ ফেব্রুয়ারী ২০২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

ঘন কুয়াশার মধ্যে রেললাইন টপকানোর সময় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন নাজির উদ্দিন ওরফে কালা নামের এক বয়স্ক নির্মাণ শ্রমিক। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী-ঢাকা রেলপথের পাবনার চাটমোহর উপজেলার বেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাজির উদ্দিন চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লার ফয়েজ প্রামানিকের ছেলে। তিনি একসঙ্গে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, বনলতা ট্রেনের চাকায় কাটা পড়েন তিনি। তার মাথা ও মুখমন্ডল বিকৃত হয়ে যায়। লাশ দেখতে ভিড় জমায় ঘটনাস্থলের আশেপাশের মানুষ। নাজির উদ্দিন পেশাগত কাজ করতে তার বাড়ি থেকে বেজপাড়া গ্রামে যাচ্ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর