নয়া রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, গেজেট প্রকাশ

১৩ ফেব্রুয়ারী ২০২৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। সোমবার মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তাকে নির্বাচিত ঘোষণা করেন। এদিকে নতুন রাষ্ট্রপতি সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন মো. সাহাবুদ্দিন। মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল ।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার (১২ ফেব্রুযারি) রাষ্ট্রপতি পদে তার নামে মনোয়নপত্র জমা দেওয়া হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে দলীয় মনোনয়ন দেয়।

সাহাবুদ্দিন দীর্ঘদিন জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেছেন। দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এতোদিন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৪৯ সালে পাবনার শিবরামপুরে জন্মগ্রহণ করেন।  ব্যক্তিগত জীবনে এক পুত্রসন্তানের পিতা এবং তার স্ত্রী প্রফেসর ড. রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্মসচিব ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর