তুরস্ক-সিরিয়ার বাতাসে লাশের গন্ধ, মৃত বেড়ে ৩৩ হাজার

১৩ ফেব্রুয়ারী ২০২৩

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। দেশটিতে এ পর্যন্ত ২৯ হাজার ৬শ’ ৫ জন মারা গেছেন। এছাড়া দেশটির প্রতিবেশী দেশ সিরিয়ায়ও চলছে লাশের মিছিল। দেশটিতে এ পর্যন্ত সাড়ে চার হাজার মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে সোমবার ভেঅর পর্যন্ত ৩৩ হাজার লাশ উদ্ধার করা হয়েছে।

 

এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তুপ থেকে এখনও জীবিত মানুষদের উদ্ধার করা হচ্ছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, ভূমিকম্পের ১৫০ ঘন্টা পর হাতায় প্রদেশের ধ্বংসাবশেষ থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

 

ভূমিকম্পের কারণে সিরিয়ায় ৫ দশমিক ৩ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে তুরস্কের ৯ লাখ মানুষকে অতি সত্তর খাবার সরবারহ করা আবশ্যক হয়ে পড়েছে।

 

তুরস্ক সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে দুটি নতুন রুট খুলতে কাজ করছে, যাতে সেখানে দ্রুত ত্রান সরবারহ করা যায়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উপদ্রুত এলাকায় মানবিক সহায়তা সামগ্রী পাঠাতে অনুমোদন দিয়েছে সিরিয়ার সরকার।

 

আল-জাজিরা/আরআই


মন্তব্য
জেলার খবর