এলইডি লাইটে ঝুঁকিপূর্ণ চলাচল

০৮ মার্চ ২০২১


কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার সড়ক-মহাসড়কে রাতে এলইডি লাইট ব্যবহার করে ব্যাটারি চালিত অটোরিকশা, মাহিন্দ্রো, ভ্যানসহ বিভিন্ন ত্রিচক্র যানবাহন চলাচল করেছে। ফলে বিপরীতমুখী যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, প্রায়শঃই ঘটছে দুর্ঘটনা; ক্ষতিকর প্রভাব ফেলছে মানুষের চোখে। জেলায় এসব যানবাহনের নির্দিষ্ট কোন পরিসংখ্যান নেই কারও কাছে।


ভুক্তভোগীরা জানিয়েছেন, এই লাইটের আলোয় বিপরীত দিক থেকে আসা যানবাহন চালকের চোখ ধাধিয়ে যায়, সামনের দিকের কোনও কিছুই স্পষ্ট দেখা যায় না। এই লাইটের কারণে যানবাহন অতিক্রমকালে দাঁড়িয়ে যায় পথচারীরা। কারণ একটু অসতর্ক হলেই ঘটতে পারে দূর্ঘটনা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই লাইটযুক্ত যানবাহনের সংখ্যা। অথচ এই লাইট ব্যবহার শুরুর আগে ভ্যান-রিকশার বডির নিচে হারিকেন বা সামনে কৌটার ভিতর লম্প (টেমি) জ্বালিয়ে চলাচলের কঠিন নির্দেশ মানতেন চালকরা। গত বছর কুমারখালী উপজেলার পান্টি-কুমারখালী সড়কে রাতে এক পুলিশ পরিদর্শক এই লাইটের কারণে দূর্ঘটনার পতিত হন।


কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও সনসালটেন্ট, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আল মামুন জানান, এই লাইটের প্রভাবে মানুষের চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্থ হতে পারে। চোখে কম দেখা, ঝাপসা দেখাসহ আস্তে আস্তে অন্ধ হয়েও যেতে পারে। অনতিবিলম্বে এলইডি লাইটযুক্ত যানবাহনগুলির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জেলার সচেতন মহল।


এমএস/এমকে

 


মন্তব্য
জেলার খবর