বিমান পরিবহন সংস্থায় চাকরি

১৩ ফেব্রুয়ারী ২০২৩

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

 

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ ও এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পিজিডিএইচআরএম ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীতার পাশাপাশি অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ শ্রমিক আইন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর ন্যুনতম বয়স ৩০ বছর হতে হবে।

 

কর্মস্থল: ঢাকা।

 

বেতন: আলোচনা সাপেক্ষে।

 

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের এককপি রঙ্গিন ছবি, জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। অথবা সিভি ইমেইল করতে পারবেন ([email protected]) এ ঠিকানায়।

 

ঠিকানা: নভোএয়ার লিমিটেড, হাউস-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩ ।


মন্তব্য
জেলার খবর