বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ ও এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পিজিডিএইচআরএম ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীতার পাশাপাশি অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ শ্রমিক আইন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর ন্যুনতম বয়স ৩০ বছর হতে হবে।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের এককপি রঙ্গিন ছবি, জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। অথবা সিভি ইমেইল করতে পারবেন ([email protected]) এ ঠিকানায়।
ঠিকানা: নভোএয়ার লিমিটেড, হাউস-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩ ।