মাশরাফীদের হারিয়ে ফাইনালে কুমিল্লা

১৩ ফেব্রুয়ারী ২০২৩

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে গেছে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে কুমিল্লাকে ১২৬ রানের লক্ষ্য দেয় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে জয় তুলে নেয় কুমিল্লা। এ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারায় তারা। এ জয়ের ফলে ফাইনালে উঠে গেল মুস্তাফিজ-লিটনের কুমিল্লা। অপরদিকে সিলেটের ফাইনালে ওঠার সুযোগ একবোরে শেষ হয়ে যায়নি। দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৪ ফেব্রুয়ারি এলিমিনেটর পার করে আসা রংপুরকে হারাতে পারলে ফাইনাল খেলবে মাশরাফির সিলেট।

 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে সিলেট। কিন্তু কুমিল্লার বোলিং এ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি। ১২৫ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

 

জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের জয়ের ম্যাচে সর্বোচ্চ ৩৯ রান করেছেন সুনিল নারিন। ১৮ বলে তার ইনিংস সাজানো ছিল ৪ ছক্কা ও ৩ বাউন্ডারি।

 

রান তাড়ায় দারুণ শুরু করে কুমিল্লা। দুই ওপেনার লিটন দাস ও নারিন মিলে ওপেনিং জুটিতে তোলেন ৩২ রান। রুবেলের বলে লিটন ফিরলেও চার-ছক্কায় রানের গতি সচল রাখেন নারিন। তিনি ফিরলে বাকিদের নিয়ে জয়ের নাগাল পেয়ে যায় কুমিল্লা। জবাব দিতে নেমে কুমিল্লা করে ১৩০ রান। দলের হয়ে মঈন আলি করেন ২১ রান। সৈকত খেলেন ২৭ রানের অপরাজিত ইনিংস। শেষ দিকে নেমে ১০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

 


মন্তব্য
জেলার খবর