তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ৫০ হাজার ছাড়ানোর আশঙ্কা জাতিসংঘের

১৩ ফেব্রুয়ারী ২০২৩

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। সময়ের ব্যবধানে বাড়ছে মৃত্যুর মিছিল। লাশের গন্ধে যেন ভারী হয়ে উঠছে বাতাস। গৃহহীন লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। ভূমিকম্পে আহতের পর প্রচণ্ড ঠাণ্ডায় নাকাল মানুষ। জীবন রক্ষার্থে ঠাণ্ডা ও ক্ষুধার সাথে লড়াই করছে তারা। দ্রুত তাদরে কাছে ত্রান পাঠানো আবশ্যক হয়ে উঠেছে।

 

বৈরি আবহাওয়া উপেক্ষা করে চলছে উদ্ধার অভিযান। সময় গড়ানোর সাথে সাথে জীবিত উদ্ধারের সম্ভবনা ক্ষীণ হয়ে আসছে। এরই মধ্যে দু’দেশ মিলে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সংখ্যা ৫০ হাজারে ছাড়াবে বলে ধারণা করছে জাতিসংঘের জরুরি ত্রাণ সহায়তা প্রধান মার্টিন গ্রিফিথের।

 

ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গতকাল শনিবার তুরস্কের দক্ষিণাঞ্চলে সিরিয়া সীমান্তে যান গ্রিফিথ। এরপরই এমন আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার ধারণা, নিহতের সংখ্যা বর্তমানের দ্বিগুণ হবে।’

 

এক টুইট বার্তায় গ্রিফিথ লিখেছেন, ‘আমি আজ তুরস্ক-সিরিয়া সীমান্তে রয়েছি। উত্তর-পশ্চিম সিরিয়ার জনগণকে আমরা নিরাশ করেছি। তারা নিজেদের পরিত্যক্ত মনে করছে। তারা আন্তর্জাতিক সহায়তার দিকে তাকিয়ে রয়েছে। তবে এখনও কোনো সহযোগিতা সেখানে পৌঁছায়নি। যত দ্রুত পারা যায় এ ব্যর্থতা শুধরে নেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য হবে। এটাই এখন আমার ফোকাস।’

 

 


মন্তব্য
জেলার খবর