গত বছরের এ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এক বছর হতে চলল এ অভিযানের। তবুও থামার কোনো নাম নেই। কবে নাগাদ থামবে এ যুদ্ধ তা কেউ বলতে পারে না। বার বার আলোচনার টেবিলে দু’দেশকে আনার চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। বরং যুদ্ধ আরো বেড়েছে। এ পর্যন্ত কত মানুষ এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন তা স্পষ্টভাবে জান না গেলেও এক লাখেরও বেশি মানুষ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
নতুন করে আবারও আলোচনায় বসার কথা শোনা যাচ্ছে দু’দেশের। ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সার্গেই। তবে এতে কোনো পূর্বশর্ত থাকবে না। বর্তমান বাস্তবতার ওপর ভিত্তি করে এ আলোচনা হতে হবে। ভার্সিনিন জেভেজডা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এমন কথাই জানিয়েছেন তিনি।
ওই সাক্ষাতকারে তিনি আরো বলেছেন, ‘আলোচনার মাধ্যমে যে কোনো শত্রুতা শেষ হয়। স্বাভাবিকভাবে এ কথা আমরা আগেও বলেছি। আমরা এ ধরনের আলোচনার জন্যে প্রস্তুত। তবে এসব আলোচনায় কোনো পূর্বশর্ত থাকবে না। বিদ্যমান বাস্তবতার আলোকেই আলোচনা হবে।’
তিনি বলেন, সিদ্ধান্তগুলো কিয়েভ ঠিক করে না। এগুলো অন্যান্য রাজধানীতে ঠিক হয়। প্রাথমিকভাবে ওয়াশিংটন ও ব্রাসেলসে, সুতরাং প্রশ্নগুলো সেখানে পাঠানো দরকার।