সামনে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা জিএম কাদেরের

১৩ ফেব্রুয়ারী ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে একটা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) । তার আশঙ্কা, সামনের দিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।  সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশঙ্কা প্রকাশ করেন।

জি এম কাদের বলেন,  বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গেলো নির্বাচনের মতো একটি নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু বিএনপি এ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না। তারা নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে। এ নিয়ে দেশে একটা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।  তিনি জানান, দেশের মানুষ ৯০ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বীতশ্রদ্ধ। একটি পরিবর্তন চাচ্ছে তারা। জাতীয় পার্টি  এ ক্ষেত্রে  সাধারণ মানুষের সামনে শক্তিশালীভাবে বিকল্প হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে- যোগ করেন জাপা চেয়ারম্যান।

মতবিনিময় সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্ব করেন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর