১৫ লাখ পরিবার পাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা: স্বাস্থ্যমন্ত্রী

১৩ ফেব্রুয়ারী ২০২৩

এখন দেশের ছয় জেলার ১৫ লাখ পরিবারকে বছরে ৫০ হাজার টাকা সমপরিমাণ স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেবে সরকার। পর্যায়ক্রমে বাকি সব জেলায় এটা নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।  সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ক্যান্সার, ভেজাল খাদ্য, অনিয়ন্ত্রিত লাইফ স্টাইল, বায়ু দুষণসহ নানা কারণে কিডনি, লিভার সিরোসিসের মত কঠিন ও অত্যন্ত ব্যয়বহুল রোগ বৃদ্ধি পাচ্ছে দেশে। অসংক্রামক এ রোগগুলোতে শতকরা ৬৭ জন মানুষ মারা যাচ্ছে। তাই অসহায়, দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয়ে পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

৫০ হাজার টাকা পরিমাণ স্বাস্থ্যসেবা বিনামুল্যের সুবিধার আওতায় আনা জেলা হচ্ছে- মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিটি উপজেলায় ১৫ থেকে ২০ হাজার পরিবারকে তালিকায় নেওয়া হয়েছে। ইউনিভার্সাল হেলথ কাভারেজের আওতায় এটা করা হচ্ছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর