বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোবাসা দিবসে ফের বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। বছর তিনেক আগে একবার বিয়ে করেছিলেন তিনি। সেটা ২০২০ সালে। একই পাত্রীকে ২০২৩ সালে আবার বিয়ে করছেন এ ক্রিকেটার। বধূর নাম নাতাশা স্ট্যানকোভিচ।
উদয়পুরে চারহাত এক হতে চলেছে হার্দিক ও নাতাশার। বিয়ের প্রস্তুতি ইতোমধ্যে শেষ। এখন বাকী কেবল আনুষ্ঠানিকতার। রাজস্থানের রাজকীয় শহরে ‘হোয়াইট ওয়েডিং’ করতে চান যুগল।
সোমবারই ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে উদয়পুরের উদ্দেশে রওনা দেন দম্পতি। সঙ্গে ছিলেন হার্দিকের দাদা ক্রুণাল পাণ্ড্য ও বৌদি পঙ্খুরি শর্মা ও তাদের ছেলে কবীর। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মঙ্গলবার সকাল সকাল উদয়পুরের পথে বিরাট কোহলি, অনুষ্কা শর্মাও। বেলার দিকে রাজস্থানের বিমান ধরলেন সদ্য বিবাহিত আথিয়া শেট্টি ও কেএল রাহুলও। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই। জানা গেছে, চলতি বছরের আইপিএলের পরে রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন এ তারকা জুটি।
আনন্দবাজার/আরআই