ক্রিকেট ভদ্র লোকের খেলা। সেই খেলাতেই অভদ্র কাজ করে বসলেন। তবে কোনো ক্রিকেটার নয়, খোঁদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য খালেদ মাহমুদ সুজন। বিপিএলের ম্যাচ চলাকালীন সিগারেট খাওয়া অবস্থায় একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সেই সাথে এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। বিতর্কিত এ কাণ্ডের জন্য জরিমানা করা হয়েছে সাবেক এ ক্রিকেটারকে।
সোমবার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘটনার তিন দিন পর বিসিবি জানিয়েছে, ক্রিকেটের চেতনাবিরোধী কাজের শাস্তি হিসেবে খুলনার কোচকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে । সেই সঙ্গে বিসিবির এ পরিচালকের নামের পাশে যোগ করা হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
বিপিএলের চলতি আসরে খুলনা টাইগার্সের দায়িত্ব নিয়ে ভালো ফল এনে দিতে পারেননি। ধারাবাহিক ব্যর্থতায় টুর্নামেন্টের প্রথম পর্বই টপকাতে পারেনি তার দল। এর ব্যর্থতার মাঝে খুলনার শেষ ম্যাচে ড্রেসিং রুমে সিগারেট টেনে বিতর্কের জন্ম দেন সুজন।
এ ছাড়াও আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে।
আরআই