বাতাসে লাশের গন্ধ। চারিদিকে ধ্বংসের স্তুপ। তাছাড়া প্রচণ্ড ঠাণ্ডা। এরই মধ্যে হচ্ছে তুষারপাতও। বৈরি আবহাওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতো মধ্যে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের কবল থেকে বেঁচে গেলেও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে অনেক মানুষ মৃত্যুর প্রহর গুণছে।
তুরস্কের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। এবার তুরস্ক-সিরিয়ার অসহায়দের সাহায্যে হাত বাড়ালেন আর্জিস্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে এ ঘোষণা দেন বিশ্বকাপ জয়ী এ তারকা।
ওই পোস্টে মেসি লিখেছেন, ‘তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজারো শিশু ও তাদের পরিবার খুবই বাজেভাবে দিনানিপাত করছে। তাদের প্রতি আমার সহানুভূতি। ইউনিসেফ শুরু থেকেই শিশুদের রক্ষায় এসব এলাকায় কাজ করছে। আপনাদের সহায়তা খুবই দরকার।’
দীর্ঘ সময় ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে আসছেন মেসি। তাই মেসি তার অনুসারীদের ইউনিসেফের কাছে অর্থ সহায়তারও আহ্বান জানান।