মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ

০৮ মার্চ ২০২১

গণভোটে সামান্য ব্যবধানে প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে সুইজারল্যান্ডে। মুসলিম নারীদের বোরকা বা নেকাব লক্ষ্য করেই প্রচার চালানো হয়েছে বলে মনে করছেন দেশটির গণমাধ্যম ও মুসলিম সম্প্রদায়ের নেতারা। সুইজার‌ল্যান্ডের মোট জনসংখ্যা ৮৬ লাখ। এর মধ্যে ৫ শতাংশ জনগোষ্ঠী মুসলিম।

নিয়ম অনুযায়ী যে কোনো বিষয়ে এক লাখ মানুষ স্বাক্ষর প্রদান করলে সেই প্রস্তাবের ওপর জাতীয় ভোট অনুষ্ঠিত হয়। রোববার আয়োজিত গণভোটে পক্ষে রায় দিয়েছেন দেশটির ৫১ দশমিক ২ শতাংশ মানুষ, বিপক্ষে রায় দেন ৪৮ দশমিক ৮ শতাংশ।

প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তি জনসমক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন না। রেস্তোরাঁ, স্টেডিয়াম, গণপরিবহন এমনকি রাস্তায় হাঁটার ক্ষেত্রেও মুখ আবৃত করে এমন পোশাক পরা যাবে না। তবে ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না।

বিবিসি


মন্তব্য
জেলার খবর