মন্তব্য
চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে জাতীয় নির্বাচন (দ্বাদশ জাতীয় সংসদ) করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্যে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে সাংবিধানিক এ প্রতিষ্ঠান। কখন ভোট হবে কমিশন সভায় সেটা চূড়ান্ত হবে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এমন তথ্যই জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
ইসি মো. আলমগীর বলেন, আগামী নভেম্বর থেকে জানুয়ারির ২৯ তারিখের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই কর্মপরিকল্পনা অনুযায়ী সব কাজ চলছে।
এমকে