দেশকে গণতন্ত্রশূন্য করছে সরকার: রিজভী

১৬ জানুয়ারী ২০২২

উন্নয়নের কথা বলা হলেও আড়ালে সরকার দেশকে গণতন্ত্রশূন্য করছে বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন,  নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলেন। আর গণতন্ত্রশূন্য করতে গিয়েই বিরোধীদল শূন্য করছে দেশকে। রোববার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামের গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এ মানববন্ধনের আয়োজন করে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন- পতন যখন নিকটে, তখন সে পতন কেউ ঠেকাতে পারবেন না।  যতই বাঁশ আর লোহার রড দিয়ে সিংহাসনকে ঠেক দেওয়ার চেষ্টা করেন, সিংহাসন আর শক্ত থাকবে না। এখন টলমল করা শুরু করেছে। তাজমেরী ইসলামের মত একজন শিক্ষাবিদকে কারাগারে পাঠিয়ে সরকারের কফিনে লাস্ট পেরেক আপনি নিজেই মেরেছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব জানান, গোটা বিশ্বব্যাপী ধিক্কার ওঠেছে বর্তমান সরকারের বিরুদ্ধে। এদের গুম, খুন-  সব আন্তর্জাতিক দৃষ্টিতে ধরা পড়েছে। এগুলো আড়াল করতেই তাজমেরী ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তাজমেরী ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপির এ নেতা। অন্যথায় তার মুক্তির আন্দোলনের স্ফুলিঙ্গে বর্তমান সরকারের পতন হবে বলে মনে করেন তিনি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর