অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

০৮ মার্চ ২০২১

অতিরিক্ত পণ্য কিনে বাজারকে চাপে না ফেলতে ক্রেতাদের পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি। বলেছেন, রমজানের সময় বাজারে যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য প্রস্তুতি
রয়েছে। আমরা যেন অতিরিক্ত কেনাকাটা না করি। ক্রেতাদের দায়িত্ব- কেনাকাটা করতে গিয়ে
বাজারকে চাপে ফেলবেন না। কেনাটা স্বাভাবিক রাখেন, সীমাবদ্ধের মধ্যে রাখেন। রোববার (৭
মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
মন্ত্রী তার নিজ দফতরে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের সচিব অনুপ
ধাওয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন।বাণিজ্যমন্ত্রী জানান,
রমজান উপলক্ষে আমরা ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি করতে যাচ্ছি টিসিবির
মাধ্যমে, যাতে নিম্ন আয়ের মানুষের কাছে তা সহজে পৌঁছানো যেতে পারে।
মন্ত্রী টিপু মুনশি বলেন, সুযোগ পেলে কোনও ব্যবসায়ী ছাড়েন না দাম বাড়াতে। দয়া করে
ভীত হয়ে অতিরিক্ত কেনাকাটা যেন না করি। কিছু পণ্যের দাম নির্ধারণ করা যায় না। যেমন
ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, টিসিবি তো সারা দেশের সব
জায়গায় রাখতে পারবো না। টিসিবি সাহায্য করবে নিম্ন আয়ের মানুষকে। রমজানের আগেই
আমদানিনির্ভর পণ্য সবকিছু এসে যাবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
এমকে


মন্তব্য