মন্তব্য
মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা যেন নিত্য দিনের ঘটনা হয়ে গেছে। এবার দেশটির মিশিগানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। অঙ্গরাজ্যটির স্টেট ইউনিভার্সিটিতে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ পুরুষ বলে জানিয়েছে পুলিশ। হামলার সময় ওই হামলাকারী মুখে মাস্ক পরা ছিলেন। গোলাগুলির ঘটনার কয়েক ঘণ্টা পর তাকে মৃত উদ্ধার করা হয়। হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাল রঙের কেডস, গায়ে জিন্সের জ্যাকেট এবং মাথায় বেসবল ক্যাপ পরে হামলাকারী হামলা করে বলে জানায় পুলিশ। তবে শেষ পর্যন্ত নিজেই আত্মহত্যা করেছেন তিনি। তবে ঠিক ঠিক কী কারণে তিনি এ সহিংস পথ বেছে নিলেন তা জানতে পারেনি পুলিশ।