মন্তব্য
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বৃটেনের রাজা চার্লস তৃতীয়ের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলিয়া। বাকিংহাম প্যালেস সূত্রে সোমবার এ খবর জানানো হয়েছে। ক্যামিলিয়ার বর্তমান বয়স ৭৫ বছর। ঠাণ্ডাজনিত উপসর্গ দেখা দেওয়ার পর করোনা পরীক্ষা করা হয় তার। পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। করোনা ধরা পড়ার পর এক সপ্তাহের জন্য সবধরনের সিডিউল বাতিল করেছেন তিনি।
রাজা চার্লস ও তার স্ত্রী ক্যামিলিয়া দু’জনই একটি করে বুস্টার ডোজসহ পূর্ণডোজ কোভিড ভ্যাকসিন সম্পন্ন করেছেন। তারপরও কোভিড আক্রান্ত হতে হচ্ছে তাদের। এর আগে গত বছরও কোভিড আক্রান্ত হয়েছিলেন কুইন কনসোর্ট। রাজা চার্লসও এর আগে কোভিড আক্রান্ত হয়েছেন।