মুসতারিনের সামনে ক্ষ্যাপাটে উদযাপন, শাস্তি পেলেন লঙ্কান ক্রিকেটার

১৫ ফেব্রুয়ারী ২০২৩

বাংলাদেশর ব্যাটার মুস্তারিনকে আউট করার পর ক্ষ্যাপাটে উদযাপনের কারণে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন লঙ্কান ক্রিকেটার আনুশকা সাঞ্জিবানি। নিয়ম অনুযায়ী এটি মাত্রাতিরিক্ত ও আচরণবিধি লঙ্ঘন। এ কারণে সাঞ্জিবানিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সাথে তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

 

ম্যাচ রেফারি জেএস লক্ষ্মীর কাছে নিজের ভুল স্বীকার করে নেন সাঞ্জিবানি। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

 

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই হার। এর জন্য মূলত ব্যাটিং ব্যার্থতাকে দায়ী করা হয়েছে। দেশের হয়ে ওই ম্যাচে বেশ ভালো করছিলেন সোবহানা মুস্তারিন। বড় স্কোরের আশাও জাগিয়ে তুলছিলেন। কিন্তু আউট হয়ে যান আনুশকা সাঞ্জিবানির বলে। তাকে আউট করে অনেকটা ক্ষ্যাপাটে হয়ে যান সাঞ্জিবানি। তার এ আচরণ পছন্দ হয়নি আইসিসির। ফলে শাস্তির আওতায় নিয়ে আসা হলো তাকে।


মন্তব্য
জেলার খবর