তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪১ হাজার ছাড়িয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভূমিকম্পে তুরস্কে ৩৫ হাজার ৪১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সিরিয়ায় উদ্ধার করা হয়েছে ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষের লাশ।
বেঁচে যাওয়া অনেক গৃহহীন মানুষ তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন। ভূমিকম্পে আঘাত হানার ৯ম দিনে মঙ্গলবার আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযান কিছুটা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে গৃহহারা মানুষদের জন্য আশ্রয়ের ব্যবস্থা ও খাদ্য সহায়তার ওপর জোর দেওয়া হচ্ছে।
৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ১৯২৯ সালের পর তুরস্ক সবচেয়ে বড় দুর্যোগ মোকাবেলা করছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদুআন বলেছেন, ‘আমরা শুধু আমাদের দেশেই নয়, মানবতার ইতিহাসেও সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছি।’