নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘একা একা পারি না আর’ শিরোনামের ভিডিওতে দেখা গেছে, একা জিম করছেন তিনি । তিনি বলেন, আর একা একা ভালো লাগছে না। বিরক্ত হয়ে যাচ্ছেন। মোটিভেটেড হতে পারছেন না।
৪ মিনিটি ৫১ সেকেন্ডের ভিডিওতে এ অভিনেত্রী বলেন, ‘এতো ব্যায়াম এক্সারসাইজ করি তাও রোগা হতে পারি না, তার কারণ খাওয়া কমাতে পারি না। মোটিভেশনই পাই না। শুধু ছেলে দেখেই মোটিভেটেড হব, সেটা ভাবার কিছু নেই। বেশ সুন্দর মেয়ে দেখলেও তো মোটিভেটেড হওয়া যায়। বেশ ভালো ফিগার, ভীষণ এক্সারসাইজ করছে, আমি দশটা পুশআপ দিয়েছি, ও পনেরটা দিয়েছে। সেটা দেখেও তো মোটিভেশন আসে। দিনের পর দিন, মাসের পর মাস আমি এখানে একা এক্সারসাইজ করে যাই।’
তিনি অনুরোধ করে দর্শকদের বলেন, ‘নোংরা কথা লিখো না। আমরা একটা ভালো, বেটার ওয়ার্ল্ড দেখি চলো। তোমার হাতে একটা স্মার্টফোন আছে বলে খারাপ কথা বলার অধিকার তোমার নেই।’