হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে তারা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। হারটা তাই অনেকটা অনুমেয়ই ছিল। সে অনুমানই সত্যি হলো। মঙ্গলবার বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে অসি মেয়েরা। প্রথমে ব্যাট করে ১০৭ রান করে লাল-সবুজের মেয়েরা। জবাবে ১০ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।
টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৫৭ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে। ৪১ বলে এ রান করেন তিনি। বাকী ব্যাটাররা এদিন নিজেদের মলে ধরতে পারেননি। এবারের বিশ্বকাপে এটাই বাংলাদেশের প্রথম অর্ধশতক।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ ওভারের মধ্যেই ফেরেন দুই ওপেনার শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন। স্কোরবোর্ডে তখন মাত্র ১১ রান। দলের এমন অবস্থায় হাল ধরে নিগার ও সোবহানা মোস্তারি। এ জুটি থেকে আসে ২৫ রান। সোবাহানার বিদায়ে ভাঙে এ জুটি। এরপর চতুর্থ উইকেটে স্বর্ণা আক্তারের সঙ্গে নিগার যোগ করেন ৫৩ বলে ৪৪ রান। এ দুটি জুটিতে নিগারের সঙ্গিনীদের অবদান ছিল সব মিলিয়ে ১৮ রান। এরপর উল্লেখযোগ্য রান করতে পারেনি কেউই। ক্রিজে নেমে প্রথম বলে চার মারার পর ওই ওভারেই বোল্ড হন রুমানা আহমেদ। নির্ধারিতওভার শেষে ১০৭ রান তোলে বাংলাদেশ। এ রান করতে গিয়ে ৭ উইকেট হারায় তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করে অস্ট্রেলিয়া। মারুফার বল খেলতে শুরু থেকেই সমস্যায় পড়তে হচ্ছিল অসি ব্যাটারদের। তৃতীয় ওভারে মারুফার বলেই উইকেট হারায় তারা। অফ স্টাম্পের বাইরে ফুললেংথের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন বেথ মুনি। সে ওভারেই স্লিপে ক্যাচ তুলেছিলেন মেগ ল্যানিং-ও, তবে সেটি পড়ে স্লিপের আগেই।
২ ওভার করানোর পর মারুফাকে সরিয়ে নেন নিগার। বাকী বোলারদের তেয়াক্কা করেনি অস্ট্রেলিয়া। রীতি মতো যেন চড়াও হন। ঝড়োভাবে ব্যাট করতে থাকেন অ্যালিসা হিলি। তার ব্যাটে ভর করে পাওয়ারপ্লেতে অস্ট্রেলিয়া তোলে ৪৫ রান। হিলিকে ফেরান স্বর্ণা, এক্সট্রা কাভারে নিগারের হাতে ক্যাচ দেওয়ার আগে অস্ট্রেলিয়া ওপেনার করেন ৩৬ বলে ৩৭ রান করেন। ১৫তম ওভারে মারুফাকে বোলিংয়ে নিয়ে আসেন নিগার। তবে ততক্ষণে জয়ের ভীত গড়ে ফেলেছ অস্ট্রেলিয়া। ২০ বলে ১৯ রান করা গার্ডনারকে নিয়ে জয় নিশ্চিত করেই ফেরেন ল্যানিং।