ঘূর্ণিঝড় গাব্রিয়েলের প্রভাবে বিপর্যস্ত নিউজিল্যান্ড। ঘূর্ণিঝড়ের কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এ ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির উত্তরাঞ্চল। এলাকাটিতে দেশটির মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ লোক বসবাস করে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীর বাধ ভেঙে যায়। ফলে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অনেক মানুষ। নদীর তীর ভেঙে যাওয়ার কারণে প্লাবিত হয়ে যায় বিস্তৃর্ণ অঞ্চল। বহু মানুষকে উদ্ধার করা হয়েছে ছাদের ওপর থেকে। প্রায় আড়াই লাখ মানুষ রয়েছেন বিদ্যুতবিচ্ছিন্ন। গাছ পড়ে বাড়িঘর ধসে গেছে। ভূমিধসে ভেসে গেছে বহু ঘর-বাড়ি।
নর্থ আইল্যান্ডের সবচেয়ে উত্তরে এবং পূর্ব উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আছে হকস বে, কোরোমান্ডেল এবং নর্থল্যান্ড এলাকা। একটি নদীর তীর ভেঙে যাওয়ার পর ওই অঞ্চলের একটি শহরের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
হকস বে’র সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলেছে, এবারের ঘূর্ণিঝড় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। ধ্বংসযজ্ঞের ভয়াবহতা এতো বেশি যে সামালে ওঠা যাচ্ছে না। এমন দূর্যোগে নিউজিল্যান্ডের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও বৃটেন।