চাটমোহরে লালন স্মরণোৎসব

১৫ ফেব্রুয়ারী ২০২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রে এ উৎসব হয়। ২৩ তম উৎসবটির উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।

স্মরণোৎসবে সভাপতিত্ব করেন রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সভাপতি সাইদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ,কে,এম শরীফ উল্লাহ সাচ্চু,  দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, ঈশ্বরদী উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি মাসুদ রানা প্রমুখ। রাতব্যাপী এ স্মরণোৎসবে লালন সঙ্গীত সাধক কুষ্টিয়ার চাঁদনী, রোমানা, শারমিন সরকার, ইঞ্জিনিয়ার রানা, হাবিব বাউল, জসিম বাউল, নাটোরের গুরু মাতা রনি, সামাদ বাউল, সিহাব বাউল, হাবিব বাউল, স্থানীয় শিল্পি জাকির শাহ, সাইফুল ইসলাম ও দয়াল সঙ্গীত পরিবেশন করেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর