বিরোধী দল সচেতনভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় হতাশ হয়ে সরকারি দলীয় মন্ত্রী ও নেতারা আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, তারা ক্রমাগত দ্বন্দ্ব ও সংঘাতের উসকানি দিচ্ছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
কীভাবে উসকানি দিচ্ছে সে সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন দমনে সরকার পুলিশি হামলা-মামলার পাশাপাশি শান্তি সমাবেশের নামে জনগণকে ভয় দেখাচ্ছে। সভা-মিছিলে হামলা করছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে। এ ছাড়া প্রতিটি কর্মসূচির দিন পালটা কর্মসূচি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে গত সোমবার হওয়া দলটির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তও জানানো হয়। ড. মোশারফ তাদের আন্দোলন বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। এ আন্দোলন ক্রমাগত বেগবান হয়ে সরকারকে পদত্যাগে ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করবে বলেও মনে করেন তিনি। জানান- অতিষ্ঠ, ক্ষুব্ধ এবং অনিবার্য কারণে দেশের জনগণ আজ প্রকাশ্যেই প্রতিবাদ জানাচ্ছে। দুঃসহ বর্তমান ও অনিবার্য ধ্বংস থেকে বাঁচতে চায় তারা। তিনি বলেন, ব্যর্থ ও অক্ষম এ সরকারের পরিবর্তন চায় বলেই বিরোধী দলের সভা, সমাবেশ, মিছিলে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে সাধারণ মানুষ। হামলা, মামলা, নির্যাতন উপক্ষো করে বেগবান করছে বিজয়ের লড়াইকে।
এমকে