বেড়েছে সূচক ও লেনদেন

০৮ মার্চ ২০২১

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সুচকের
উত্থান হয়েছে, আগের কার্যদিবসের তুলনায় ১৬৯ কোটি টাকার ওপরে বেড়েছে লেনদেন।
শেয়ার লেনদেন হয় ৩৫৫টি কোম্পানির। অন্যদিকে সূচক বাড়লেও লেনদেন কমেছে চট্রগ্রাম
স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে
১৩৩টির এবং বাকি ১০০টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৮৭৬ কোটি ৭৫ লাখ
২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবারে এর
পরিমাণ ছিল ৭০৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৬৯
কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকা।২১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৫৩৮টি শেয়ার ২ লাখ ১৫ হাজার
৫৬ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে লেনদেনে। প্রধান সূচক
ডিএসইএক্স ৬৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৮৪ দশমিক ২৯ পয়েন্টে পৌঁছায়,
ডিএসইএস সূচক ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৫৬ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান
করে আর ডিএস৩০ সূচক ৪৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৫৬ দশমিক ০৫ পয়েন্টে
স্থির হয়। বাজার মূলধন ৭ হাজার ৮৯৯ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ
৮০ হাজার ৯৯৪ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে ব্রিটিশ
আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ৯ দশমিক ৫০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির
শীর্ষে ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের
ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৩টির এবং ৫৫টির দর অপরিবর্তিত
ছিল। প্রধান সূচক সিএসসিএক্স ১৩৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৭০ দশমিক ৯৩ পয়েন্টে
এবং সার্বিক সূচক সিএএসপিআই ২২৪ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২০০ দশমিক ৪৩
পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৬২ কোটি ২২ লাখ ১৫ হাজার ২২৭ টাকার শেয়ার ও
মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার এই লেনদেনের পরিমাণ ছিল ৭৯
কোটি ৭৮ লাখ ৮৯ হাজার ৯৪৩ টাকা। এই হিসাবে লেনদেন কমেছে ১৭ কোটি ৫৬ লাখ ৭৪
হাজার টাকা। লেনদেনের শীর্ষে থাকে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

এমকে


মন্তব্য
জেলার খবর